করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে ১৮ লাখ টাকার প্রতারণা মামলায় গ্রেফতার ১

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২০ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে ১৮ লাখ টাকার প্রতারণার মামলায় আবু তালেব (৪৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ জুলাই) দুপুরে শহরের সদর আধুনিক হাসপতালের প্রধান ফটক থেকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করা হয়।

সে সাতক্ষীরা জেলার কালারোয়া থানার নাকিলা গ্রামের শহর আলীর পুত্র।

হবিগঞ্জ কোর্ট স্টেশন ফাঁড়ির ইন্সপেক্টর গোলাম কিবরিয়া হাসান জানান, আবু তালেব এক জন চিহ্নিত প্রতারক। সে হবিগঞ্জ শহরের মেঘনা গ্রুফসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কৌশলে প্রায় সাড়ে ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে ভোক্তাভোগীরা সদর থানায় একটি মামলা দায়ের করে। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ