বুধবার, ১৪ মে ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
বাহুবল(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে উদ্ধোন করা হয়েছে “কাঁশফুল সুইটস এন্ড কনফেকশনার ” শোরুম।
শনিবার (২০ জুলাই) দুপুরে কেক কেটে কাঁশফুলের শোরুমের শুভ উদ্ভোধন করেন পুটিজুরী সাবেক চেয়ারম্যান মুদ্দত আলী ।
উপস্থিত হয়েছিলেন কাঁশফুলের ব্যবস্থাপনা পরিচালক মীর এ, কে,এম জমিলুন্নবী ফয়সল ও নির্বাহী পরিচালক তোফায়েল আহমদ
মনির।
উদ্বোধনী অুনষ্টান শেষে প্রধান অথিতির মুখে কেক তুলে দেন হবিগঞ্জস্থ বাহুবল সমিতির হবু সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হবিগঞ্জস্থ বাহুবল কল্যান সমিতির সাধারন সস্পাদক আব্দুল গফ্ফার চৌধুরী সোহেল, মিরপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম চৌধুরী ফারুক, দ্বারিকাপাল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা শিবেন্দ্র কুমার পাল, দ্বিগাম্বর বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি খন্দকার আমজাদ হোসেন হারিছ, বিশিষ্ঠ ব্যবসায়ী ডাঃ সতীশ পাল প্রমূখ।