বুধবার, ১৪ মে ২০২৫, ১২:০০ অপরাহ্ন
মোহা. অলিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুরে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন হয়েছে।
আজ শনিবার (২০ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মেলা উদ্বোধন করেন।
বর্ণাঢ্য র্যালী শেষে উদ্বোধনী মেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, এড. সুফিয়া আক্তার হেলেন, বীর মুক্তিযোদ্ধা বাবু সুকোমল রায়, ইউপি চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী, কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, সাবেক প্রেসক্লাব সভাপতি শংকর পাল সুমন, রেঞ্জ কর্মকর্তা আঃ মান্নান মিয়াজি প্রমুখ।
উদ্বোধনী মেলা ২০টি স্টল নিয়ে অনুষ্ঠিত মেলা আগামী ২২ জুলাই পর্যন্ত চলবে।