মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ:
করোনা (কোভিড-১৯) সংক্রমণের কারণে ২২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপির নির্ধারিত ৩২টি সভা-সমাবেশের তারিখ পেছানো হয়েছে।
নতুন তারিখ আজ শুক্রবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে, সেই বিধিনিষেধ অযৌক্তিক ও অকার্যকর- এটা আমরা বলেছি। কিন্তু তারপরও জনস্বার্থ এবং প্রাসঙ্গিক সবকিছু বিবেচনা করে আমাদের সমাবেশগুলোর তারিখ পিছিয়ে পুনঃনির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছি।
বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর সব কেন্দ্রীয়, মহানগর ও জেলার নেকাদের পুনঃনির্ধারিত তারিখে সভা-সমাবেশ করার জন্য প্রস্তুতি অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। ’