বুধবার, ১৪ মে ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলের মিরপুরে শান্তিবাগ হোটেলে মুগডালে ক্ষির পোকা পাওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (২০ জুলাই) সকালে ঐহিত্যবাহী মিরপুর বাজারের শ্রীমঙ্গল সড়কের পাশে অবস্থিত শান্তিবাগ হোটেলে সকালের নাস্তার মুগডালের মধ্যে ক্ষির পোকা দেখতে পান এ প্রতিনিধি।
করাঙ্গীনিউজ এর প্রতিনিধি টিপু সুলতান জাহাঙ্গীর তার প্রতিনিধি গাড়ি চালক আউয়াল মিয়ার মাধ্যমে শান্তিবাগ হোটেল থেকে রুটি ও মুগডাল পার্সেল করে তার অফিসে নিয়ে আসে।
পরে রুটি ও মুগডাল খুলে তিনি দেখতে পান মুগডালের মধ্যে ক্ষির পোকা। রুটিতেও বাজে গন্ধ পান।
তিনি অভিযোগ করে বলেন, নোংরা পরিবেশে খাবার তৈরি ও রাখার কারনেই খাবারে এ ধরনের পোকা।
ট্রাক শ্রমিক হেলাল মিয়া বলেন, মিরপুর বাজারের খাবারের হোটেল গুলির মান একেবারে বাজে, পঁচা রুটি সবজি মুগ ডাইল তারা কাষ্টমারদের দেয়।
মিরপুর বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, হোটেল মালিকদের পুরাতন অভ্যাস এ ধরনের বাজে খাবার তৈরিতে। নিয়মিত মোবাইল কোর্ট না থাকার কারনেই দিন দিন খাবারের মান নিন্মদিকে যাচ্ছে।
সিএনজি অটোরিক্সা চালক রুবেল মিয়া বলেন, শুধু শান্তিবাগ হোটেলই নয় সব হোটেলের পিছনে গেলে হোটেলে খাবার মত কিছু মন চায় না। অভিযান আসে সামনে থেকেই চলে যায়, ভিতরে কি আছে তারা সেটা দেখতে চায় না।
শ্রমিক নেতা শাহজাহান মিয়া বলের, ভুক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তাদের রমজানে একদিন মিরপুর বাজারে অভিযান করতে দেখেছিলাম, আর। কোন দিন অভিযান আসেনি। স্যানেটারী ইন্সপেক্টরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, শুধু শান্তিবাগ হোটেলই নয়, সব হোটেল রেস্তুরাগুলিতেও অভিযান চলবে। এখনো উপজেলার বিভিন্ন বাজারে আমাদের অভিযান অব্যহত রয়েছে।