• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৪১ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

পাকিস্তান দলের হেড কোচের পদত্যাগ

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২ জানুয়ারী, ২০২২

ক্রীড়া ডেস্ক:
পাকিস্তান দল গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সাফল্য দেখিয়েছিল। এরপর দেশটির সাবেক তারকা ক্রিকেটার সাকলাইন মোশতাককে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে বিশ্বকাপ শেষের মাস খানিক পরেই দায়িত্ব থেকে পদত্যাগ করলেন তিনি। খবর এনডিটিভির।

জানা গেছে, পিসিবি বিদেশি কোচ খুঁজছে জানতে পেরেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাকলাইন। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি তার। এ নিয়ে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বলেন, আমি সাকলাইন, বাবর আজম এবং রিজওয়ানের সাথে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি। তাদের মতামতের ওপর ভিত্তি করে পাকিস্তান দলে একজন বিদেশি কোচ অন্তর্ভুক্ত করতে চাই।

উল্লেখ্য, সাকলাইন মোশতাক টি-টোয়েন্টি বিশ্বকাপ, বাংলাদেশ সফর এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে দায়িত্ব পালন করেন। গত বছরের সেপ্টেম্বরে হঠাৎ করে প্রধান কোচ মিসবাউল হকের পদত্যাগের পর পিসিবি তাকে দায়িত্ব দেয়। এরপর ভালো পারফরম্যান্স দেখিয়েছে পাকিস্তান।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ