মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ:
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি প্রদান এবং হবিগঞ্জ জেলা বিএনপির সমাবেশে পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে পৌর শহরে এই মিছিল ও সমাবেশ হয়েছে।
বিক্ষোভ মিছিল পরবর্তী দক্ষিণ বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, যুগ্ম সম্পাদক মিছবাউল হক মিনু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম ডলি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর শহিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মীর শামীমুর রহমান প্রমুখ।