• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

করাঙ্গীনিউজ:
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং নতুন কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের বায়োডাটা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এটি বিলুপ্ত ঘোষণা করা হল। সেই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে নতুন কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের বায়োডাটা জমা দেওয়ার জন্য বলা হয়। বায়োডাটা নিতে কেন্দ্রীয় ছাত্রলীগের তিন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষ করে জানুয়ারি মাসের মধ্যেই নতুন কমিটি অনুমোদন দেওয়া হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ