মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে মৌলভীবাজারে জেলা যুবলীগ বনাম জেলা ছাত্রলীগ এর মধ্য প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিজয়ী হয়েছে জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি তোলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান ও পৌরমেয়র মো. ফজলুর রহমান।
জেলা যুবলীগ টিমের নেতৃত্ব দেন জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন। জেলা ছাত্রলীগ টিমের নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুব আলম।