করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ভতিজা হত্যা মামলায় বিজিবির সদস্য সাদেকের জামিন না মঞ্জুর

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে অপহরন করে ঢাকায় নিয়ে ভাতিজা  হত্যার অভিযোগে আটক বিজিবি সদস্য সাদেক মিয়ার জামিন না মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে তার জন্য আইনজীবি জামিনের আবেদন করলে আদালত তার জামিন না-মঞ্জুর করেন।

প্রসঙ্গত, শানখলা ইউনিয়নের পাট্টাশরীফ গ্রামের দুলা মিয়ার সাথে ৫শতক জমি নিয়ে প্রতিবেশী আব্দুর রহিমের পুত্র বিজিবি লান্স নায়েক সাদেক মিয়ার বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গত ১৭জুন দুলা মিয়াকে অপহরন করে ঢাকায় হত্যা করে।

পরে চুনারুঘাট থানার পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভাড়াটে কিলার শামীম সরদার ও জসিম সরদারকেও তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিমতে গত বুধবার বিকালে উক্ত মামলার প্রধান আসামী সাদেককে ঢাকাস্থ র‌্যাব হেডকোয়াটার্স থেকে আটক করা হয়।

চুনারুঘাট থানার ওসি নাজমুল হাসান জানান, এই মামলার অন্যান্য আসামীদেরকে ধরতে অভিযান অব্যাহত আছে। দুলা মিয়া হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কেউই তার মৃত্যু স্বাভাবিক ভাবে নিতে পারছে না।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ