করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নবীগঞ্জে ট্রাক চাপায় এক রিকশা চালক নিহত

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

 

এমএ আহমদ আজাদ, নবীগঞ্জ (হবিগঞ্জ):
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে ট্রাক চাপায় এক রিকশা চালক নিহত হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে নবীগঞ্জ উপজেলার মুনিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিকশা চালক জাহাঙ্গীর মিয়া (২০) জালালপুর গ্রামের নুর উদ্দিন এর ছেলে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, উল্লেখিত সময় বাড়ি থেকে রিকশা চালিয়ে আউশকান্দি বাজারে যাচ্ছিল রিকশা চালক জাহাঙ্গীর। মুনিম ফিলিং স্টেশনের সামনে পৌঁছামাত্রই ঢাকাগামী একটি ট্রাক রিকশাকে মারাত্মক ভাবে চাপা দেয় । এতে রিকশা দুচড়ে মুচড়ে যায় ও ঘটনাস্থলেই রিকশা চালক জাহাঙ্গীর ঘটনাস্থলেই নিহত হয়। এসময় চাপা দিয়েই দ্রুত ঘাতক ট্রাক পালিয়ে যায়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই রিকশা চালক জাহাঙ্গীর নিহত হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ