• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

পতাকা বিতর্ক নিয়ে যা বলল পাকিস্তান দল

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

করাঙ্গীনিউজ: অবশেষে মাঠে পতাকা টানিয়ে অনুশীলনের কারণ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ইব্রাহিম বাদ্রিস। তিনি বলেন, সাকলাইন মুশতাক কোচ বলেই মাঠে পতাকা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার টি-টোয়েন্টি পূর্ব সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের কাছে সেদেশের এক সাংবাদিক জানতে চান- মাঠে পতাকা নিয়ে যাওয়া নিয়ে বাংলাদেশে যে বিতর্ক হচ্ছে, সে ব্যাপারটি তিনি কিভাবে দেখছেন? যেখানে বাংলাদেশের একজন মন্ত্রীও পতাকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এই প্রশ্নের উত্তরে বাবরের হয়ে দলটির মিডিয়া ম্যানেজার বলেন, সাকলাইন মুশতাক কোচ হওয়ার পর থেকেই অনুশীলনে পতাকা নিয়ে যাওয়া হচ্ছে। কোচ মনে করেন, এটা খেলোয়াড়দের উজ্জীবিত করে। যে কারণে বিশ্বকাপেও পতাকা নেওয়া হয়েছিল। আর কোনো কারণ নেই।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ