মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছিল অস্ট্রেলিয়া। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের কাছে হোঁচট খাওয়ায় সেমিফাইনালের লড়াইয়ে কিছুটা ব্যাকফুটে তারা। শেষ দুই ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারলে সেমিফাইনালের পথ মসৃণ হয়ে যাবে। তবে কাজটা মোটেও সহজ হবে না মনে করছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
ইংল্যান্ডের কাছে স্রেফ উড়ে যাওয়ার পর সংবাদ সম্মেলনে ফিঞ্চ বলেছেন, ‘বাংলাদেশ অবশ্যই খুব, খুব ভালো দল। ওয়েস্ট ইন্ডিজও তাই। তাদের আক্রমণাত্মক অনেক খেলোয়াড় আছে। তাদের অভিজ্ঞতাও দারুণ।
আমাদের দুটি ম্যাচই জিততে হবে। প্রত্যেকের সঙ্গে ভালো খেলতে হবে। তারা কেউই সহজ প্রতিপক্ষ নয়। আমরা সামনের ম্যাচগুলোতে ভালো খেলতে মুখিয়ে আছি।