মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক ও চুনারুঘাট সরকারি কলেজের সাবেক ভিপি সফিউল আলম তালুকদার মানিক এর উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ।
পুর্বশত্রুতার কারণে আদমপুর গ্রামের মাহমুদা আক্তার ভিপি মানিকের মত একজন ভাল রাজনৈতিক নেতার উপর মিথ্যা ও সাজানো নারী নির্যাতন মামলা করেন।
১০নং মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় এ প্রতিবাদ ও নিন্দা জানান নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি আব্দুস সামাদ আজাদ মাষ্টারের পরিচালনায় ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইদ্রীস আলী আলতা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পিপি এডভোকেট এম আকবর হোসাইন জিতু,বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি মোঃ আবু তাহের,পৌরসভার আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মদরিছ মহালদার,যুগ্ন সম্পাদক ক্রীড়াবিদ আনোয়ার আলী,সাংগঠনিক সম্পাদক সজল দাস ও রজব আলী চেয়ারম্যান,চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল,আহম্মদাবাদ ইউনিয়ন আ’লীগের সেক্রেটারি প্রফেসর আবু নাসের,গাজিপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন খান ও গাজিপুর আ’লীগের সেক্রেটারি আঃ মালেক মাষ্টার,প্রভাষক হাসানুজ্জামান খান মুর্শেদ,সাংবাদিক আবুল কালাম আজাদ।
বক্তারা অবিলম্বে ভিপি মানিকের উপর সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।