মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: অবশেষে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি।
রবিবার রাতে কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত পত্রে এ কমিটি ঘোষণা দেয়া হয়।
কমিটিতে অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজনকে সভাপতি, আব্দুল আউয়াল দুদু, কে.এম শাহিন, নজরুল ইসলাম শামীম, শেখ সেবুল আহমদ, মিজানুর রহমান মিজান ও রফিকুল ইসলাম রফিককে সহ-সভাপতি, মোস্তফা কামাল আজাদ রাসেলকে সাধারণ সম্পাদক, মাহবুবুর রহমান সানি ও সানিউল হক শুভকে যুগ্ম-সাধারণ সম্পাদক, সাদেরকুর রহমান মুকুল ও ফয়সাল আহমেদ সোহানকে সাংগঠনিক সম্পাদক, রঞ্জন দাসকে দপ্তর সম্পাদক, ফারুক রশিদকে সমাজ কল্যাণ সম্পাদক এবং আজহারুল ইসলাম মহসিনকে উপ-প্রচার সম্পাদক মনোনীত করা হয়েছে।
আগামী তিন বছরের জন্য এই কমিটি অনুমোদন করা হয়েছে এবং এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি তৈরি করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।