করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ১২ জনের দল ঘোষণা

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের আসরে এবার মাঠে মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান-ভারত। ম্যাচটিকে ঘিরে পুরো এশিয়াজুড়ে উত্তেজনায় কাঁপছে।

দুবাইয়ে আজ রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বিশ্বকাপের ওই হাইভোল্টেজ ম্যাচ। এর আগে টি-২০ বিশ্বকাপে পাঁচ বার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। সব ম্যাচই পাকিস্তানকে হারিয়েছে ভারত। এবার পাকিস্তান চাইবে ভারতকে হারিয়ে সেই দুর্নাম ঘুচাতে। এবারের বিশ্বকাপের হট ফেভারিট ইমরান খানের উত্তরসূরীরা।

ইতিমধ্যে ১২ জনের দল ঘোষণা করে দিয়েছে পাকিস্তান।

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হায়দার আলি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে, আজকের ম্যাচে যে পাঁচ পাক ক্রিকেটারদের দিকে সবার নজর থাকবে, তারা হলেন, অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি এবং মোহাম্মদ হাফিজ ৷

নিউজ এইটিন ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে ভারত নিজেদের প্রথম একাদশ ঘোষণা করবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ