রবিবার, ১১ মে ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক: ফাইনাল দিয়ে পর্দা নামছে ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের। তাতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ফলে আগে বোলিং করবে ইংল্যান্ড।
এর আগে রানার্সআপ হলেও কখনো বিশ্বকাপ জেতেনি কোনো দল। ফলে প্রথমবারের মতো ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের সুবর্ণ সুযোগ তাদের সামনে। সেই লক্ষ্যে ফাইনালি লড়াইয়ে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ঐতিহ্যবাহী লর্ডসে পৌনে ৪টায় খেলতে নামবে তারা।
রোববার ক্রিকেটের তীর্থভূমিতে সাড়ে ৩টা শুরু হওয়ার কথা ছিল শিরোপা নির্ধারণী ম্যাচ। টস হওয়ার কথা ছিল ৩টায়। তবে স্থানীয় সময় সকালে ঝিরঝির বৃষ্টি হয়েছে। এতে আউটফিল্ড ভিজে যায়। ফলে ১৫ মিনিট বিলম্বে টস হয়।