• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

১৮ বছর পর পাকিস্তানে গেল নিউজিল্যান্ড দল

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ক্রীড়া ডেস্ক: প্রায় ১৮ বছর পর তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

গতকাল শুক্রবার বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে শনিবার ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করে কিউইরা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, শনিবার ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করে কিউইরা। তারপর তারা একটি হোটেলে চলে যায়।
সেখানে তারা তিন দিনের করোনা আইসোলনে থাকবেন এবং আগামী ১৫ সেপ্টেম্বর দুই দিনের অনুশীলন সেশন শুরু করবে কিউইরা।

আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ। এরপর বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ১৯ ও ২১ সেপ্টেম্বর। ৩টি ম্যাচই হবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। এছাড়াও আগামী ২৫ সেপ্টেম্বর থেকে লাহোরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ।

এর আগে ২০০৩ সালে সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল কিউইরা। ওই সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছে তারা হোয়াইটওয়াশড হয়েছিল। এরপর ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের টিমবাসে হামলার পর সব আন্তর্জাতিক দলের সফর বন্ধ হয়ে যায়।

সূত্র: ডন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ