মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক: কোনো চমক ছাড়া টি ২০ বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিবি। সাম্প্রতিক সময়ে যারা জাতীয় দলের হয়ে এই ফরম্যাটে খেলছেন তাদের নিয়েই দল। মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ছয়টি বিশ্বকাপে খেলেছেন।
এই প্রথম টি ২০ বিশ্বকাপে খেলবেন আট ক্রিকেটার। তারা হলেন-লিটন দাস, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ। সাবেক ক্রিকেটাররা মনে করছেন এর বাইরে খুব বেশি অপশনও নেই বাংলাদেশের হাতে।
বিশ্বকাপ দল নিয়ে সাবেক উইকেটকিপার ও অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘খুবই সুন্দর দল হয়েছে। কোভিডের কারণে সম্প্রতি খুব বেশি পরিবর্তন করা সম্ভব হয়নি। যে দল ছিল সেখান থেকে খেলোয়াড়দের নেওয়া হয়েছে। অনেকে সমালোচনা করতে পারেন। করোনা পরিস্থিতির কারণে খুব বেশি খেলোয়াড় যাচাই করা যায়নি। সম্প্রতি খেলা ১৫ জনের দলকে রেখেই দল ঘোষণা করা হয়েছে।’
সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ২০১৬ টি ২০ বিশ্বকাপে খেলেছেন। স্ট্যান্ডবাই রুবেল হোসেন তিনটি (২০০৯, ২০১০, ২০১৪) বিশ্বকাপ খেলেছেন। আরেক স্ট্যান্ডবাই আমিনুল ইসলামের এটি প্রথম বিশ্বকাপ। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘এখানে চাপের কিছু নেই। টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচক প্যানেল মিলে দল তৈরি করি। কোন জায়গায় কি ধরনের ক্রিকেটার দরকার সেই চিন্তা করেই আমরা এগোই। সেই হিসাবে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী।’
প্রধান নির্বাচক বলেন, ‘প্রথম রাউন্ড শেষ করার পর পরিকল্পনা করা হবে কতটুকু যেতে পারব। আমরা ওমানে প্রথম প্রস্তুতি ম্যাচ যখন খেলব তখন থেকে বিশ্বকাপের চিন্তা শুরু হবে। এরপর ধারণা করতে পারব যে কতদূর যেতে পারব। এখনই কিছু বলা মুশকিল।’
বাংলাদেশ টি ২০ বিশ্বকাপ দল মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
সফরসঙ্গী অতিরিক্ত : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম।