মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামীলীগ চুনারুঘাট উপজেলা কমিটির সমাজ কল্যাণ সম্পাদক
মরহুম আব্দুল হাই এবং পৌর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক প্রয়াত সুবীর দেব স্মরণে আওয়ামীলীগের আয়োজনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট
আকবর হোসেন জিতুর সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের।
এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সাইফুল আলম রুবেল. উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি ও ইউপি চেয়ারম্যান আঃ রশিদ মাষ্টার, শামছুননাহার চৌধুরী. মদরিছ মিয়া মহালদার, সাবেক চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, সাংগঠনিক
সম্পাদক সজল দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার ও আব্দুজ জাহির।
এতে কৃষকলীগ, শ্রমিকলীগ, তাতীলীগ, ছাত্রলীগসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, পৌর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সম্প্রতি উপজেলা আওয়ামীলীগের এ দুই নেতা ইন্তেকাল করেন। বক্তারা এ দুই নেতার মৃত্যুতে আওয়ামীলীগের অপুরনীয় ক্ষতি হয়েছে এবং তাদের পরিবার চুনারুঘাট আওয়ামীলীগের দুঃসময়ে পাশে দাড়িয়েছে বলে তারা স্মরণ করেন।