করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচঙ্গে দুর্নীতির অভিযোগে ভূমি কর্মকর্তা সাদ বরখাস্ত

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং ৫-৬নং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাদ আহমেদকে দুর্নীতির অপরাধে বরখাস্ত করা হয়েছে।

বুধবার হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ স্বাক্ষরিত এক অফিস আদেশে সাদ আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

গত ৩০ জুলাই ‘বানিয়াচংয়ে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তা বহালতবিয়তে’ শীর্ষক সংবাদ প্রকাশ করা হয়।

মঙ্গলবার দুপুরে বানিয়াচং ইউএনও অফিসের এক মিটিংয়ে দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না সাংবাদিকরা জানতে চাইলে জেলা প্রশাসক তাৎক্ষণিক এডিসি (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়াকে মুঠোফোনে নিদের্শ করেন সাদ আহমেদকে সাসপেন্ড করার কাগজপত্র রেডি করতে। তিনি অফিসে গিয়ে বরখাস্তের কাগজে সই দেবেন।

বৃহস্পতিবার বরখাস্তের সত্যতা এসিল্যান্ড সাব্বির আহমেদ আকুঞ্জি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভূমি কর্মকর্তা সাদ আহমেদ ইউনিয়ন ভূমি অফিসে সিন্ডিকেট গড়েছেন। ঘুষ ছাড়া ফাইল নড়েনা এ অফিসে। জায়গা-জমির খাজনার চেক কাটতেও চুকিয়ে বাড়তি টাকা আদায় করেন সেবাপ্রত্যাশীদের কাছ থেকে। দেরিতে অফিসে আসাটাও তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়।

এছাড়া ওই ভূমি কর্মকর্তা দুর্নীতি করে ভূমি অফিসের আকাশ মনি দুটি গাছ ষাট হাজার টাকায় বিক্রি করে অর্থ আত্মসাত করেন। সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জির তদন্তে গাছ বিক্রির সত্যতা মিলেছে।

তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ইউএনও মো.মামুন খন্দকার জেলা প্রশাসক বরাবরে পত্র লিখেন। দীর্ঘদিনেও তার রিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ায় জেলা প্রশাসন তথা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এ সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ