বুধবার, ১৪ মে ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মোজাম্মেল হোসেন, ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু।
আলোচনা সভা শেষে এ উপলক্ষে একটি র্যালী পৌর শহর প্রদক্ষিণ করে।