নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সড়ক দূর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার নবীগঞ্জ -কাজিগঞ্জ বাজার সড়কের নবীগঞ্জ কলেজ পাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
এতে আহতরা হলেন- উপজেলার-নবীগঞ্জ কলেজ পাড়া এলাকার শামসুদ্দিনের স্ত্রী মোছাঃ নুরজাহান বেগম (৬০)মোঃ মসরুম আলীর পুত্র মোঃ সুজাত মিয়া (১৫) আব্দুল হালিম এর পুত্র মোঃ মুস্তাকিম আলী (৮) লাল মিয়ার পুত্র আল-আমীন(১০) লাল মিয়ার স্ত্রী মোছাঃ রাশেদা বেগম (২৮)। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।