করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল ও মহিলা ভাইস-চেয়ারম্যান মুক্তার শপথ গ্রহন আজ

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও মহিলা ভাইস-চেয়ারম্যান কন্ঠশিল্পী মুক্তা আক্তার।

মালয়েশিয়া থাকার কারণে শপথ নিতে পারছেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান। এ ব্যাপারে গাজীউর রহমান ইমরান পরবর্তীতে শপথ নেয়ার জন্য সিলেট বিভাগীয় কমিশনানের বরাবরে লিখিত আবেদন করেছেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ইকবাল ও মুক্তার শপথ অনুষ্ঠিত হবে।

শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল জানান, বৃহস্পতিবার বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দলীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে শপথ গ্রহণ করবেন।

উল্লেখ্য, গত ১৮ জুন নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে আব্দুর রশিদ তালুকদার ইকবাল চেয়ারম্যান নির্বাচিত হন। এই নির্বাচনে ভাইস-চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান ও কষ্ঠশিল্পী মুক্তার আক্তার মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ