করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নবীগঞ্জে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় বিয়ের ছয় মাসের মধ্যে এক নববধু ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গঁলবার বিকেল সাড়ে ৩ টায় ওই উপজেলার কুর্শি ইউনিয়নের সুলতান পুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

সুত্রে জানা গেছে-ওই গ্রামের ওমান প্রবাসী মোঃ রুহুল আমীনের স্ত্রী মোছাঃ হাবিবা আক্তার (১৯) তার পিতার বাড়ি একই গ্রামের রিপন মিয়ার বাড়িতে গিয়ে তার মায়ের শাড়ি দিয়ে ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকে।

প্রতিবেশীরা দা দিয়ে শাড়ি কেটে লাশ খুলে নবীগঞ্জ উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

পরে লাশ বিকেলে স্থানীয় কুর্শি ইউপি অফিস প্রাঙ্গঁনে নিয়ে গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফারছু আহমেদ নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেন।

থানার এসআই মোঃ সাইফুল ইসলাম একদল পুলিশ নিয়ে ইউপি অফিস প্রাঙ্গন থেকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সন্ধ্যা সাড়ে ৬ টায় হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ