করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটের চার ডাকাত রিমান্ডে

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৮ জুলাই, ২০১৯

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট আসামপাড়া থেকে গ্রেফতার চার ডাকাতকে দু’দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (৭জুলাই) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল আলমের আদালতে শুনানি শেষে আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে চুনারুঘাট থানার এসআই মহিন উদ্দিন মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের জিজ্ঞাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

চার ডাকাত হলেন- গোবরখলা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে সফিকুর রহমান(৩৮), উসমান পুর গ্রামের রফিক মিয়ার ছেলে আব্দুল জলিল ( ৩৬), জারুলিয়ার গ্রামের মৃত ছাবের মিয়ার ছেলে কাজল মিয়া(৩৮), গোবরখলা গ্রামের সুরুজ মিয়ার ছেলে লোকমান(৩৭)।

এবিষয়ে নবাগত ওসি শেখ নাজমুল হক জানান চক্রটি গত ৩১ মে উপজেলার আসামপাড়া একটি বাসায় ডাকাতির চেষ্টা করে এ ঘটনায় তাদেরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে । আদালত শুনানি শেষে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ