মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামের এক স্কুল ছাত্রী(১৫)কে অপহরণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দুপুরে চুনারুঘাট থানায় মামলাটি দায়ের করেন অপহৃত স্কুলছাত্রীর বাবা।
অপহৃত ছাত্রী উপজেলার আমরোড উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীতে পড়াশুনা করছে।
মামলার এজাহারে ও স্থানীয় সুত্রে জানা গেছে, স্কুলে যাওয়া আসা পথে তাকে প্রায় উত্ত্যাক্ত করে আসছিল ২নং আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল খাস, এলাকার মোঃ জালাল উদ্দিনের ছেলে আব্দুল হক(২৮) ও তার সহযোগী সুন্দর পুর গ্রামের আব্দুল সহিদের ছেলে আব্দুল ওয়াহিদ (২৮)।
বিষয়টি তাদের পরিবারকে অবগত করেও কোন সুফল হয়নি।
বিচার চাওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ৬ জুলাই শনিবার স্কুলে যাওয়ার পথে সিএনজি দিয়ে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ নাজমুল হক জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার ও আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।