করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

পাকিস্তানকে উড়িয়ে দিলো ইংল্যান্ড

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৯ জুলাই, ২০২১

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের বিপক্ষ ওয়ানডে সিরিজ শুরুর দুই দিন আগে করোনাভাইরাস থাবা বসায় ইংল্যান্ড দলে। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করা দলটির তিন ক্রিকেটারসহ ওই দলের সবাইকে আইসোলেশনে পাঠানো হয়। যে কারণে ৯ নতুন মুখ নিয়ে পাকিস্তানের বিপক্ষে বলা যায় ‘নতুন’ এক দল ঘোষণা করে ইংল্যান্ড।

কার্ডিফে গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) ৫ জন অভিষিক্তকে নিয়ে প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে উড়িয়ে দিলো স্বাগতিকরা।

তিন ম্যাচের সিরিজ ৯ উইকেটে জিতে সিরিজ শুরু করেছে ইংল্যান্ড। এ ম্যাচে ইংল্যান্ডের হয়ে ব্রাইডন কার্স, জন সিম্পসন, লুইস গ্রেগরি, ফিল সল্ট ও জ্যাক ক্রলির ওয়ানডে অভিষেক হয়। সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৫.২ ওভারে মাত্র ১৪১ রানে পাকিস্তান গুটিয়ে যায়। পরে মাত্র ২১.৫ ওভারে ১ উইকেটে ১৪২ রান করে ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

ইনিংসের প্রথম তিন বলেই ইমাম উল হক ও বাবর আজমকে মাঠছাড়া করেন ইংল্যান্ড পেসার সাকিব মাহমুদ। দুজনই শূন্য রান করে সাজঘরে ফেরেন। এই ডানহাতি ফাস্ট বোলার পরে অভিষিক্ত সৌদ শাকিল ও ফাহিম আশরাফের উইকেটও পান। ১০ ওভারে ৪২ রান খরচ করে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাকিব।

পাকিস্তানের পক্ষে ফখর জামান সর্বোচ্চ ইনিংস খেলেন। কিন্তু ৩ রানের জন্য হাফ সেঞ্চুরি হয়নি তার। ৪৭ রান করেন এই ওপেনার। এছাড়া ৩০ রান করেন শাদাব খান। দুইটি করে উইকেট নিয়ে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সেরা বোলিং পারফরম্যান্স করেন ক্রেইগ ওভারটন ও ম্যাট পার্কিনসন।

লক্ষ্যে নেমে সল্ট অভিষেকটা স্মরণীয় করতে পারেননি। ৭ রানে শাহীন শাহ আফ্রিদির শিকার হন তিনি। এরপর মালান ও ক্রলির অবিচ্ছিন্ন ১২০ রানের জুটিতে ইংল্যান্ড লক্ষ্যে পৌঁছায় ১৬৯ বল আগেই। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে এর চেয়ে বেশি বল বাকি রেখে জয় নেই তাদের। ইনিংস শুরু করতে নেমে মালান অপরাজিত ছিলেন ৬৮ রানে। অভিষেকে ৫৮ রানের ইনিংস খেলে ক্রলি মাঠ ছাড়েন দলকে জিতিয়ে। শনিবার (১০ জুলাই) লর্ডসে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ