করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ে সিরিজ ইংল্যান্ডের

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২ জুলাই, ২০২১

ক্রীড়া ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিল ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে জয় পেয়েছেন ইয়ন মরগানরা।

বৃহস্পতিবার কেনিংটন ওভালে প্রথমে ব্যাট করা লঙ্কানরা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪১ রান করে। জবাবে ২ উইকেট হারিয়ে ও ৪২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

২৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে জেসন রয়, জো রুট ও অধিনায়ক মরগানের ফিফটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। ৫২ বলে ৬০ রান করে চামিকা করুনারত্নের বলে আউট হন রয়।
তবে যথাক্রমে ৬৮ ও ৭৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রুট ও মরগান।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দুই ইংলিশ পেসার ডেভিড উইলি ও স্যাম কারেনের তোপে পড়ে লঙ্কানরা।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির হয়ে সর্বোচ্চ ৯১ বলে ৯১ রান করেন ধনাঞ্জয়া ডি সিলভা।

ম্যাচ সেরা স্যাম কারেন ৫টি উইকেট দখল করেন। উইলি পান ৪ উইকেট।

আগামী ৪ জুলাই ব্রিস্টলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ