মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
মোস্তাক তরফদার মাসুম, চুনারুঘাট (হবিগঞ্জ):
হবিগঞ্জের চুনারুঘাটে ৩ কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার বিকেল ৫টায় উপজেলা পরিষদ হলরুমে চুনারুঘাট অফিসার্স ক্লাব আয়োজিত ইউএনও মঈন উদ্দিন আহমদ ইকবালের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স ম আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোঃ আলী আশরাফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিকী, সমাজ সেবা কর্মকর্তা বারীন্দ্র চন্দ্র রায়, সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন, উপজেলা মেডিকেল অফিসার ইমাম হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক কুমার রায় প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে চুনারুঘাট থানার বিদায়ী অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, বিদায়ী মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন, বিদায়ী উপজেলা খাদ্য কর্মকর্তা বেনু গোপাল দাসকে বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।