মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগ গ্রামে তোতা মিয়া হত্যা মামলার আপোষের টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের তোতা মিয়া সংঘর্ষে মারা যায়। পরে এ ঘটনাটি আপোষে মিমাংসা করে দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এক পর্যায়ে আপোষের টাকা নিহত তোতা মিয়ার পুত্র আব্দুল কাইয়ুমকে দেয়া হয়। এ টাকার উপর ভাগ চায় আব্দুল মালেক ও তার সহযোগীরা। এ নিয়ে গতকাল তাদের মাঝে বাক-বিতন্ড হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে সদর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
গুরুতর আহত অবস্থায় আউয়াল মিয়া (৩৫), শহীদ মিয়া (৭৫), মনিরা বেগম (২৮), জহিরুল ইসলাম (২০), আব্দুল আউয়াল (৪৫), মধু মিয়া (৭০), সৈয়দ আলী (৪৫), কালাম মিয়া (৩২), শাহজাহান মিয়া (৩০), পারভিন আক্তার (২৮), মোতাব্বির (২২), মজিদ (৫০), কদ্দুছ (২৫), বারিক (৬৫), সুমন (২০), কবির (৪৫), সফিক মিয়া (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।