মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার ৯নং ওয়ার্ড পূর্ব তিমির পুরস্থ দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) সকাল ১১ টায় পূর্ব তিমির পুর সরকারী মাঠে এ টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ লুৎফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক সুহেল আহমদ, শফিকুল আলম ইমন, আব্দুল মুকিত, মাহদি হাসান, আলী বাহার প্রমূখ। ছাত্র সংসদের ভিপি পারভেজ আহমদ, আমিনুল ইসলাম, বদরুল আহাদ তালুকদার, সোহাগ মিয়া আখঞ্জি, আল-জামিল, ইমন তালুকদার প্রমূখ।
উদ্বোধনী দিনে ২ টি ম্যাচ অনুষ্টিত হয়। প্রথম ম্যাচে ৭ম শ্রেনীকে ৩-০ ব্যাবধানে হারায় ৬ষ্ঠ শ্রেনী ফুটবল একাদশ। এ ম্যাচে দুর্দান্ত এক হ্যাট্ট্রিক করে দলকে জেতানোর পাশাপাশি ম্যাচসেরার পুরস্কারও নিজের করে নেন ৬ষ্ঠ শ্রেনীর ফরোয়ার্ড রণি। পরের ম্যাচে মুখোমুখি হয় ৯ম ও ৮ম শ্রেনী ফুটবল একাদশ। আক্রমণ-পাল্টা আক্রমণ আর কাউন্টার এট্যাকের এ ম্যাচে ৮ম শ্রেণী ফুটবল একাদশকে ৪-১ গোলে হারায় ৯ম শ্রেণী ফুটবল একাদশ। ৯ম শ্রেণীর জালে অবশ্য ২ বার বল জড়িয়েছিল ৮ম শ্রেণীর ফুটবলাররা তবে অফসাইড রীতীতে অপর গোলটি স্কোরবোর্ডে যুক্ত হয়নি।
৯ম শ্রেনীর পক্ষে সর্বোচ্ছ ২ গোল করে ম্যাচসেরা হন মিডফিল্ডার ইসতিয়াক তালুকদার আরিফ। অপর ২ টি গোল আসে ফরওয়ার্ড সৈয়দ ফাহমিদ আলী ও মিডফিল্ডার আবিদুর রহমানের পা থেকে। ম্যাচ পরিচালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক জুবায়ের আহমদ ও ফায়েজুর রহমান এবং ছাত্র সংসদের সদস্য হাসান মুহাম্মদ অমিত ও জাবেদ ইকবাল তালুকদার। ২৪ জুন (বৃহস্পতিবার) সকাল ১০টায় টুর্ণামেন্টের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে ফেবারিট আলিম ১ম বর্ষ ও ১০ম শ্রেনী একাদশ।