মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সভায় এই কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালকে আহŸায়ক ও ব্রাহ্মণডুরা ইউনিয়নের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়াকে যুগ্ম আহŸায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এই আহবায়ক কমিটিকে আগামী দুই মাসের মধ্যে সকল ইউনিটের কমিটি গঠন করে সম্মেলন আয়োজনের নির্দেশ প্রদান করা হয়।
এছাড়াও সভায় বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন খানকে অব্যাহতি প্রদানের বিষয়টি গঠনতন্ত্র মোতাবেক না হওয়ায় তা গ্রহণ না করে তাকে স্বপদে বহাল রাখা হয়েছে।