সোমবার, ১২ মে ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
করাঙ্গীনিউজ ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। শুক্রবার (১১ জুন) সকালে প্রদেশের খুজদার জেলায় এই দুর্ঘটনা ঘটে।
বাসটি পাকিস্তানের দক্ষিণাঞ্চলে সিন্ধু প্রদেশের লারকানা জেলা থেকে খুজদার যাচ্ছিল। খুজদার জেলার খোরি নামক স্থানে মোড় নেয়ার সময় বাসটি উল্টে যায়। এতে ২৩ জন মারা যান। আহত হন আরও অন্তত ৫০ জন।
খুজদার সিভিল হাসপাতালের মেডিক্যাল সুপারেনটেন্ড ইসমাইল বাজই পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে জানান, এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
বাসের যাত্রীদের সবাই বিখ্যাত একজন সুফি সাধকের মাজার জিয়ারত করে নিজ এলাকায় ফিরছিলেন বলে জানায় স্থানীয় পুলিশ।
পুলিশ কর্মকর্তা হাফিজুল্লাহ মেঙ্গাল বলেন, আহত সবাইকে খুব দ্রুতই নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, নিহতদের লাশ খুজদারের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
উল্লেখ্য, এর আগে গত সোমবার (৭ জুন) দেশটির দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৬৫ জন নিহত হয়।