মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের খোয়াই নদী থেকে একটি শিশুর কাটা হাত উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ৩ টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ হাতটি উদ্ধার করে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে খোয়াই নদীর যশেরআব্দা (গরু বাজার) অংশে একটি শিশুর কাটা হাত পড়ে থাকতে দেখেন স্থানীয়া। পরে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিয়াউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন- ধারণা করা হচ্ছে এটি কোন শিশুর কাটা হাত। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।