করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

টাইগারদের বিপক্ষে টস জিতে ‘লাইফলাইন’ পেল পাকিস্তান

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে টস হারলে সরফরাজদের বিশ্বকাপ অভিযান ম্যাচ শুরুর আগেই শেষ হয়ে যেত। টস জয়ে সেই অভিযানে টিকে রইল ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান।

শুক্রবার ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জয়ে ‘লাইফলাইন’ পেল পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাটিং করছে পাকিস্তান। খবর কলকাতা ২৪

বাস্তবতা হলো পাকিস্তানের সামনে ব্যাটিং ছাড়া অন্য কোনো উপায় ছিল না। টসে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যেত সরফরাজদের। সেই কাঙ্ক্ষিত টস জিতে প্রথমে ব্যাটিং নিতে ভুল করেননি পাকিস্তান অধিনায়ক সরফরাজ।

ম্যাচের আগে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের কাছে হারটা অত্যন্ত হতাশার। এছাড়া বাকি টুর্নামেন্টে আমরা ভালো ক্রিকেট খেলেছি। ক্ষীণ একটা সুযোগ রয়েছে আমাদের সামনে। তার জন্য আমাদের প্রচুর রান করতে হবে। বড় ব্যবধানে জিততে হবে। সেমিফাইনালের স্বপ্ন পূরণ হোক না না হোক, আমরা জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চাই।

পাকিস্তানের বিপক্ষে লর্ডসে নিজের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলতে নামা বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, বিশ্বকাপে এটা অবশ্যই আমার শেষ ম্যাচ। নিজের সেরাটা দিতে চাইব। পাকিস্তানের বিপক্ষে জয়ে বিশ্বকাপ শেষ করতে চাই। পাকিস্তানের বিরুদ্ধে আমরা সবসময়ই ভালো ক্রিকেট খেলি। তবে এই ম্যাচটায় ওরা জেতার জন্য মরিয়া হয়ে খেলবে। কাজটা সহজ হবে না।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ