মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
মোহা. অলিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুরে গাড়ী চাপায় অজ্ঞাত নারী (৩৫) এর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
আজ্ঞাত নামা গাড়ীর ধাক্কায় অনুমান ৩৫ বছরের মহিলা আহত হয়ে রাস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মহিলাকে দুপুর দেড় টায় উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। নিহতের কোন পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। লাশ বর্তমানে মাধবপুর উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে আছে।