মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
নিতেশ দেব, লাখাই (হবিগঞ্জ):
লাখাই উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ( বালিকা) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র চ্যাম্পিয়ান হয়েছে করাব ইউনিয়ন ( বালক) অনূর্ধ্ব-১৭ দল।
সোমবার বিকেলে প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম মশাদিয়া খেলার মাঠে মোড়াকরি ইউনিয়ন কে ১-০ গোলে হারিয়ে করাব ইউনিয়ন জয়ী হয়। টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিায়ান হওয়ার গৌরব অর্জন করে করাব ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। ম্যাচ সেরা নির্বাচিত হয় করাব দলের কিশোর আশিকুল ও টুর্ণামেন্ট সেরা হয় একই দলের কিশোর রাখিবুল হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক ফজলে এলাহী ফরহাদ এর পরিচালনায়
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা,করাব ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল, মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ মোল্লা , হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আব্দুল মতিন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ,মুড়িয়াউক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংবাদিক আব্দুল মতিন,আব্দুল আলী মোল্লা মেম্বার,আব্দুল কাদির মেম্বার প্রমুখ।রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন আব্দুল মতিন,শরীফ উদ্দীন,শামছুল হক ।
উল্লেখ্য, গত শুক্রবার বিকাল ৩ টায় প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম মশাদিয়ার মাঠে এ টুর্নামেন্টর উদ্বোধন করা হয়। এতে উপজেলার ৬ ইউনিয়নের ৬টি দল অংশ নেয়।