বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার)
: মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর আওতাধীন মনু-দলই ভ্যালী কার্যকরী পরিষদের পক্ষ থেকে সোমবার (২৪ মে) শমশেরনগর চা বাগানের ফাঁড়ি ডবলছড়া চা বাগানে (কোভিড-১৯) করোনা আক্রান্ত চা শ্রমিক ও লকডাউনে থাকা ৬টি পরিবারের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়।
প্রণোদনা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন ভ্যালী সভাপতি ধনা বাউরী, সম্পাদক নির্মল দাস পাইনকা, সহ-সভাপতি গায়ত্রী রাজভর, ভ্যালী অফিসের হিসাবরক্ষক রাজীব কুমার কৈরী, মাঠকর্মী শংকর বোনার্জী এবং বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সঞ্জু তাঁতী, কোষাধ্যক্ষ লছমন কূর্মী সহ অন্যান্য নেতৃবৃন্দ।