মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। মুমুর্ষু অবস্থায় ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ছাত্রীর চাচা শাহজাহান মিয়া জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় তার ভাইয়ের ১২ বছরের মেয়েকে একই গ্রামের মাসুক মিয়ার পুত্র কালা মিয়া (১৮) কৌশলে পার্শ্ববর্তী পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ওই দিন রাতে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে ওই ছাত্রীর শরীরে বখাটে কালা মিয়ার অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি একেএম আজমিরুজ্জামান জানান, বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবুও আপনার কাছ থেকে জেনেছি। তদন্তপুর্বৃক ব্যবস্থা নেয়া হবে।