বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের উদনার পাড় ব্রীজের নিচ থেকে অজ্ঞাত এক যুবতির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ১৮ মে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উদনার পাড় ব্রীজের নিচে একটি মুখ বাঁধা সাদা রংয়ের বস্তা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ সকাল ১১ দিকে ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে। বস্তার মুখ মুখ খুললে এক যুবতির লাশ দেখতে পায়। লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মোঃ হুমায়ূন কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে পলিশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।