করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জ শহরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা ও লুটপাট

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
??

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার জামে মসজিদ এলাকার সাদিয়া ট্রেডার্স সন্ত্রাসী হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছে।

এ সময় সন্ত্রাসীরা ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং লুটপাট চালায়। এতে দোকান মালিক আনোয়ার হোসেন এর কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে চৌধুরী বাজার জামে মসজিদ সংলগ্ন সাদিয়া ট্রেডার্স হামলা চালায় বানিয়াচং উপজেলার কাঠখাল গ্রামের আব্দুল মোছাব্বির ও তার লোকজন। দোকান মালিক আনোয়ার হোসেনকে সন্ত্রাসীরা মারধোর করতে উদ্যত হলে দোকানে থাকা মালিক এর চাচাত ভাই শফি আহমেদ এগিয়ে আসলে তাকে মারধোর শুরু করে।

এতে শফি আহমেদ মাথায় গুরুতর জখম হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে সন্ত্রাসীরা দোকানের মালামাল ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। স্থানীয় জনতা হামলাকারী আব্দুল মোছাব্বিরকে আটক করেছে বলে জানা যায়।

এ ব্যাপারে সাদিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন জানান, তার গ্রামের বাড়ী বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামে মিনারা হত্যা মামলা আপোষ না করায় ওই মামলার আসামী ও স্বজনরা তার দোকানে হামলা ও লুটপাট করেছে। এতে তার চাচাত ভাই ও শহরের উত্তর শ্যামলী এলাকার ব্যবসায়ী শফি আহমেদ গুরুতর আহত হয়েছে।

তিনি আরও জানান, তার দোকান থেকে সন্ত্রাসীরা নগদ এক লাখ টাকা এবং মূল্যবান মালামাল লুট করে। ভাংচুরে আরও মালামাল নষ্ট হয়েছে।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মিঠুন রায় জানান, গুরুতর আহত অবস্থায় শফি আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত থাকায় সেখানে ৪টি সেলাই দেয়া হয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমান জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ