বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র উদ্যোগে করোনা দূর্যোগে ১২০০ শিশু পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) সকাল ১১ টায় সংস্থার আদমপুরের নয়াপত্তনস্থ কার্যালয়ের সম্মুখে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭নং আদমপুর ইউপি চেয়ারম্যান আব্দাল হোসেন।
গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র ব্যবস্থাপক রোমিও রতন গমেজ এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার প্রবীর নকরেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে করোনা পরিস্থিতি মোকাবেলায় সার্বিক বিষয়ে আলোকপাত করেন মেডিকেল অফিসার ডা. শ্রীনিবাস দেবনাথ।
এসময় উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।