কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের টিলাগড় এলাকার কৃষক জালাল মিয়ার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় পল্লীবিদ্যুৎ পতনঊষার ইউনিয়নের সাব অফিসে দায়িত্বরত ইনচার্জ জমশেদ মিয়াসহ ৩ জন লোক জালাল মিয়ার বাড়ীতে যান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে স্থানীয় লোকদের অনুরোধে বিদ্যুৎ বিচ্ছিন্ন না করে বিনিময়ে টাকা নেম ১২ হাজার টাকা। এর কিছু দিন পর জালাল মিয়াকে নতুন আরেকটি মিটার নেওয়ার পরামর্শ দেন জমশেদ মিয়া, নতুন মিটার বাবত ৫ হাজার টাকা নেন তিনি।
এর কয়েকদিন পর নতুন মিটারের এক মাসের বিল আসার আগেই নতুন মিটারের সংযোগ বিচ্ছিন্ন করেন তারা। এর পর গত ২৪ এপ্রিল তারিখে জমশেদ মিয়ার নেতৃত্বে ১০/১২ জনের একটি দল জালাল মিয়ার বাড়িতে গিয়ে তার বাড়ির অন্যান্য মিটার বিদ্যুৎ এর মেইন ড্রপ লাইন থেকে বিচ্ছিন্ন করে দেন।
এব্যাপারে পতনঊষার ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ জানান, বকেয়া বিল থাকায় আমরা প্রথম মিটারের সংযোগ বিচ্ছিন্ন করেছি। নতুন মিটার সম্পর্কে তিনি বলেন এভাবে মিটার দেওয়া ঠিক হয় নাই তাই বিচ্ছিন্ন করে দেয়া হয়। টাকা নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।