করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নবীগঞ্জে পৃথক সংঘর্ষে মহিলাসহ আহত ১৪

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় পৃথক সংঘর্ষের ঘটনায় মহিলাসহ ১৪ জন আহত হয়েছেন। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পূর্ব বিরোধ, পারিবারিক বিরোধ ও মামলা সংক্রান্ত বিরোধ নিয়ে এ সব সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বুধবার (৩ জুলাই) উপজেলার পৃথক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে আহতরা হলেন-উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের আশুক মন্ডল রায়ের পুত্র নিরাপদ রায় (৪৫) নবীগঞ্জ সদর ইউনিয়নের বকরতপুর গ্রামের তালেব মিয়ার পুত্র মোঃ রেজাউল করিম (৯) ইছন উল্লার পুত্র সামছু মিয়া (৬৫) দীঘলবাক ইউনিয়নের ফাদুল্লা গ্রামের মৃত আবাস উল্লার পুত্র কনা মিয়া (৭০) কাকুড়া গ্রামের মোঃ দুধা মিয়ার স্ত্রী মোছাঃ মনরা বিবি (৫০) কসবাহ গ্রামের আমীনূল মিয়ার স্ত্রী মোছাঃ দুলেনা বেগম (৩০) নবীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের ফকরুল আহমদ এর স্ত্রী মোছাঃ ফরিদা বেগম (২৫) নবীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী উপজেলা বানিয়াচুং এর কাগাপাশা ইউনিয়নের কাগাপাশা গ্রামের জফর মিয়ার পুত্র মোঃ নোমান মিয়া (১৬) মোঃ বিলাল মিয়া (২৫) বিলাল মিয়ার স্ত্রী মোঃ সালমা বেগম (২২) হেলাল মিয়ার স্ত্রী মোছাঃ দুলনা বেগম (২০) নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের নুর মিয়ার পুত্র মোঃ মারুফ মিয়া (১১) দেবপাড়া ইউনিয়নের নারান্দি গ্রামের শাহিন মিয়ার স্ত্রী মোছাঃ ইয়াসমিন আক্তার (১৯) ও লাল মিয়ার পুত্র মোঃ শাহিন মিয়া (৩০)।

তাদেরকেগতকাল বুধবার নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ