বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি,মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল প্রসাধনী তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নকল পণ্য উদ্ধার ও প্রতিষ্ঠানের মালিক মোঃ হাবিবুর রহমানকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আল আত্তার জামে মসজিদের পিছনে নকল পণ্যের কারখানায় অভিযান চালিয়ে হাবিবকে আটক করা হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের লক্ষাধিক টাকার নকল পণ্য জব্দ করেছে পুলিশ।
আটক হাবিবুরের বাড়ি চাঁদপুর জেলার গাজীপুর উপজেলায়।
অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির, ওসি অপারেশন নয়ন কারকুনসহ শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল।
শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আব্দুছ ছালেক ভেজাল পণ্য উদ্ধার ও গ্রেফতারের কথা সত্যতা নিশ্চিত করেন।