• Youtube
  • English Version
  • শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পশ্চিম বড়াইল গ্রামে হোসনা খাতুন নামে এক প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে সাইফুর রহমান নামে এক কলেজছাত্র (২১)।

সোমবার (০১ জুলাই) বিকেলে এ হত্যার ঘটনা ঘটে। নিহত হোসনা খাতুন ওই গ্রামের কুয়েত প্রবাসী রিপন মিয়ার স্ত্রী। ঘটনার পর স্থানীয় জনতা হত্যাকারী কলেজছাত্র সাইফুর রহমানকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সাইফুর একই গ্রামের সুরত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হোসনা খাতুনের স্বামী রিপন মিয়া কুয়েত প্রবাসী। প্রতিবেশী সাইফুর হোসনাকে প্রায়ই উত্ত্যক্ত করতো। এর জেরে সোমবার বিকেলে হোসনা ও সাইফুরের মায়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় হোসনা সাইফুরের মাকে আঘাত করেন। বিষয়টি দেখতে পেয়ে সাইফুর ঘর থেকে ছুরি এনে হোসনাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর পরপরই স্থানীয় জনতা সাইফুরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দেয়।

এ ব্যাপারে উপ পরিদর্শক (এসআই) অলক বড়ুয়া জানান, গ্রেফতারকৃত সাইফুর রহমান প্রাথমিকভাবে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে। তবে কি কারণে হত্যা করেছে তা বিস্তারিত জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ