বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম শাহার উদ্দিন সাবু।
তিনি শহরের গুহ রোডের উদ্দিন ট্রেডার্সের মালিক।
সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি ক্লিনিকে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, গত ২৪ মার্চ মৌলভীবাজার সদর হাসপাতালে তিনি নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলে। পরের দিন সিলেট ল্যাব থেকে রিপোর্ট পজিটিভ আসে। এ উপজেলায় দ্বিতীয় ধাপে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ জন। এর মধ্য মারা গেছেন ৫ জন।