শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৪:০১ পূর্বাহ্ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর এলাকায় পিকআপভ্যান চাপায় অজ্ঞাতপরিচয় (৬৫) এক পথচারীর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ জুন) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বিকেলে সিলেটগামী একটি পিকআপভ্যান ওলিপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা আহত ওই পথচারীকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঘাতক পিকআপভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহটি ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।