শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৩:৫৭ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটের পাহাড়ী গ্রাম আলীনগরে বিষ পান করে আত্ম হত্যা করেছেন এক বৃদ্ধা। তার নাম ছোট কন্টি। বয়স প্রায় ৫০ বছর। তার স্বামীর নাম মৃত হুরন মিয়া।
পুলিশ জানায়,ছোট কন্টি বৃহস্পতিবার সকাল প্রায় ১১ টার সময় বাড়ির সদস্যদের অগোচরে নিজ ঘরেই বিষ পান করেন। তার গোংগানির শব্দ শুনে পরিবারের সদস্যরা ঘরে ভেতর ঢুকে ছোট কন্টিকে ছটপট করতে দেখে। আত্মীয়রা উনাকে মুমুর্ষ অবস্থায় দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।
এলাকাবাসিরা জানান, ছোট কন্টির ছেলে সাহিদ মিয়া ও তার স্ত্রীর শিউলির সাথে বুধবার তার ঝগড়া হয়। এ কারনে তিনি রাগে অভিমানে বিষ পান করে আত্মহত্যা করেন। ছোট কন্টির এর আগে আরো ৭/৮টি বিয়ে হয়েছে বলে জানা গেছে।